দ্বিতীয় দিনে ইসিতে ২৩৪ প্রার্থীর আবেদন
প্রার্থীতা ফিরে পেতে আপিল আবেদনের দ্বিতীয় দিনে ২৩৪ জন নির্বাচন কমিশনে অাবেদন করেছেন। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অাটটি বিভাগের জন্য অাগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে অালাদা অালাদা বুথে অাপিল গ্রহণ করেন ইসি কর্মকর্তারা।
এদিন আপিল আবেদনকারীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ড্যাব মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, নায়ক সোহেল রানা।
এর আগে, সোমবার প্রথম দিন ৮৪টি অাবেদন পড়েছিল। অাগামীকাল বুধবার শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত অাবেদন করা যাবে। এরপর আগামী ৬, ৭ ও ৮ ডিসেম্বর শুনানি করে আপিল নিষ্পত্তি করবে কমিশন।